দেলদুয়ার সংবাদদাতাঃ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গড়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রোববার(২৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ, উবিনীগ ও নয়াকৃষি আন্দোলনরে যৌথ উদ্যোগে খাদ্য নিরাপদ বিষয়ক সমাবশে ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উবিনীগ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট কলাম লেখক ফরহাদ মজহার, নির্বাহী পরিচালক ফরিদা আখতার, কনসালটেন্ট ড. এম সোবাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, দেলদুয়ার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেবেকা পারভীন, আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল উজ্জামান মোল্লা প্রমুখ। বক্তারা কৃষক, কৃষাণী এবং উপজেলাবাসীকে নিরাপদ খাদ্য পরিবেশন ও গ্রহণ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। মেলায় ধান, সবজি ও ফল বীজের প্রদর্শণী করা হয় ।