দেলদুয়ার সংবাদদাতাঃ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের গৃহবধূ নুপুরের রহস্যজনক মৃত্যুর ১ মাস পেরিয়ে গেলেও কি কারনে নুপুর আত্মহত্যা করেছে বা কেউ তাকে হত্যা করে ঝুঁলিয়ে রেখেছে কিনা তা জানা যায়নি। এ নিয়ে গত ৭ জুন রাতে নুপুরের ভাই আলামিন বাদি হয়ে নুপুরের শাশুড়ি শিরিন বেগম (৪৫), শশুড় আশোক আলী (৫৫), দেবর রাকিব (২৭) ও শিরিন বেগমের ভাগিনা মিথুন (২৮) কে অভিযুক্ত করা দেলদুয়ার থানায় হত্যা মামলা দায়ের করেছে। মামলার ২৪ দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নুপুরের পরিবার।
এদিকে মামলার পর গ্রেপ্তার আতংকে নুপুরের শশুড়-শাশুড়ি পালিয়ে বেড়াচ্ছে। তাদের বাড়ি গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে আড়ালে থাকা ও মামলায় অভিযুক্ত রাকিব ও মিথুনেরও কোন খোঁজ মিলছেনা। তাদের মোবাইল নাম্বার বন্ধ রয়েছে। এমনকি তাদের পরিবারের সদস্যরাও জানেনা তারা কোথায় রয়েছে। নুুপরের রহস্যজনক মৃত্যুর ঘটনার সেই রাতে মিথুন ও রাকিব নুপুরের ঘরে শুয়ে ছিলো।
মামলার ব্যাপারে নুপুরের ভাই আলামিন জানান, নুপরের শশুড় আশোক আলী, শাশুড়ি শিরিন বেগম ও ওই রাতে ঘরে থাকা রাকিব ও মিথুন কে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছি। পুলিশ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের খুঁজে বের করে আইনের আওতায় আনবে এটাই আমাদের প্রত্যাশা।
দেলদুয়ার থানার অফিসার্স ইনচার্জ মোশাররফ হোসেন জানান, স্পর্শকাতর এ মামলাটি নিয়ে আমরা তারাহুড়ো করছিনা। ঠান্ডা মাথায় আমরা তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। নুপুরের মোবাইল ফোন থেকে যতোটুকু তথ্য মিলেছে তাতে সে কম কথা বলতো। প্রেম বিষয়ক তেমন কোন কিছু পাওয়া যায়নি। এছাড়াও রাকিব ও মিথুনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
রহস্য জনক এই মৃত্যুটি ইতিমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
উল্লেখ্য, গত ১৭ মে বৃহস্পতিবার উপেজলার পাথরাইল গ্রামে নুপরের শুশুড় বাড়ি এলাকার পাশ্ববর্তী নলঁশোধা গ্রামে পা মাটিতে লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে দেলদুয়ার থানা পুলিশ। হালকা একটি বাঁশের আড়ায় ঝুঁলানো ছিল তার দেহটি। জিহ্বা বের হয়নি। জুতো জোড়া পায়ের সামনে সাজানো। নাক, মুখ, গলা কোথাও বিন্দুমাত্র রক্ত বের হয়নি। তাছাড়া শরিরে কোথায় বড় ধরনের জখমের বা ধস্তাধস্তির চিহ্ন নেই। নুপুরকে যেখানে পাওয়া যায় সেখানকার মাটিতের কোন দাগ পাওয়া যায়নি। নুপুরের খোপায় চুল গুলো ছিলো সাজানো। পড়নের জামায় ছিলো শুধু শুয়ে থাকা ভাঁজের চিহ্ন।