দেলদুয়ার প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার(৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থার (জাইকা’র) সহযোগিতায় ও উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদত হোসেন কবিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান ও রেবেকা পারভীন, উপজেলা আ’লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চান খাঁ, কৃষি কর্মকর্তা কানিজ সুরাইয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান আতিক, দেলদুয়ার প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, ইমাম সমিতির সভাপতি মুফতী আসাদুল¬াহ খান, এনজিও প্রতিনিধি শোভা রানী মন্ডল, শিক্ষক প্রতিনিধি শওকত আকবর, ইউপি সদস্য মাজেদা আক্তার, নিকাহ রেজিষ্ট্রার সরোয়ার হোসেন প্রমুখ।