টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা বিআরডিবির সহযোগিতায় সরকারীভাবে প্রধানমন্ত্রীর ঘোষিত কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত পাথরাইল ইউনিয়নের তাঁতশিল্প উদ্যোক্তা সমিতির সদস্যদের মাঝে ১ কোটি ২৩ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে টাঙ্গাইল বিআরডিবির ট্রেইনিং সেন্টারের মিলনায়তনে উপ পরিচালক এসএম জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক তপন কুমার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।