দেলদুয়ার সংবাদদাতাঃ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের কামার নওগাঁ সিকদার পাড়া থেকে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় নাইনএমএম (৭.৬২) একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ । জানা যায়, কামার নওগাঁ সিকদারপাড়া গ্রামের আ’লীগ নেতা মো. শওকত আলীর মেয়ে যুথীর সঙ্গে একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. সামাদ মিয়ার ছেলে নাজমুলের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে হওয়ার পরও যুথী ও নাজমুলের প্রেমের সম্পর্ক চলতে থাকে। এঘটনার জের ধরে যুথীর ভাই সজীব শুক্রবার সন্ধ্যায় আগ্নেয়াস্ত্র (পিস্তল) নিয়ে সামাদের বাড়িতে এসে নাজমুলকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় নাজমুলের পিতা মো. সামাদ ও মাতা নারগিসের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয়। পিস্তলের আঘাতে নারগিস বেগমের মাথা ফেটে যায়। সেনা সদস্য সামাদ জানায়, সজীব তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি চালাতে চালাতে তাদের বাড়িতে আসে। পিস্তলের গুলি শেষ হওয়ার এক পর্যায়ে আমি তাকে ঝাপটে ধরি এবং পিস্তলটি কেড়ে নেই। পরে পিস্তলসহ পাশের একটি বাজারে অবস্থান নিয়ে পুলিশকে খবর দেই। পুলিশ পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় সজীব ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আহত স্ত্রী নার্গিসসহ থানায় হাজির হয়ে মামলা দিতে গেলে ওসি মামলা না নিয়ে অভিযোগ দায়ের করতে পরামর্শ দেন। পরে আমার স্ত্রী নার্গিস বাদী হয়ে একটি অভিযোগ দেন। তবে প্রকৃত ঘটনাকে আড়াল করতে একটি প্রভাবশালী মহল পুলিশ প্রশাসনের সাথে আতআত করে পিস্তলটি পরিত্যাক্ত দেখিয়ে চালিয়ে দেয়ার পায়তারা চালাচ্ছে । উল্লেখ্য, বিগত কয়েক বছর আগে সজীবের পিতা শওকত আলীকে তার বাড়ী থেকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছিল র্যাব ।
এ ব্যাপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনাস্থল হতে ৭.৬২ একটি সচল পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে হামলা কারী সজীবকে ধরে রাখতে পারলে বিষয়টি সহজ হত। এ ঘটনায় একটি প্রাথমিক অভিযোগ দায়ের হয়েছে। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।