দেলদুয়ার প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে নরুজ্জামান নুরু(৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার(২৯ ফেব্রুয়ারি) দুপুরে দেলদুয়ার বাজারে এ ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামানের বাড়ি টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নের সুরুজ-তারটিয়া গ্রামে।
জানা যায়, দেলদুয়ার উত্তর বাজারের পন্টু মিয়ার বিল্ডিংয়ের তৃতীয় তলায় নির্মাণ কাজ চলছিল। বিল্ডিংয়ের উপর দিয়ে পল্লী বিদ্যুতের তার টানানো ছিল। কাজ করার সময় সোমবার(২৯ ফেব্রুয়ারি) দুপুর দেড় টার দিকে নির্মাণ শ্রমিক নুরুজ্জামান নুরু বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। স্থানীয় লোকজন উদ্ধারের আগেই তার মৃত্যু হয়।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির দেলদুয়ার জোনাল অফিসের পরিদর্শক গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে বিদ্যুতের সংযোগ লাইন বন্ধ করে দেওয়া হয়।