ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে মাদক সেবনকারী এক যুবককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। সোমবার ২২ আগস্ট মাদক সেবনের দায়ে মো. রুপচান মিয়া (৫০) কে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ রায় দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদত হোসেন কবির । সাজাপ্রাপ্ত আসামী রুপচান মিয়া উপজেলার আটিয়া ইউনিয়নের মামুদপুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে । পুলিশ জানায়, রোববার রাত ১০ টার সময় ছিলিমপুর সিএনজি স্ট্যান্ড থেকে মাদক সহ রুপচানকে আটক করা হয় । পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে রুপচানকে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয় ।