দেলদুয়ার প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থার (জাইকা) সহযোগিতায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বুধবার(১০ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদত হোসেন কবিরের সভাপত্বিতে আলোচক ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য অফিসার মো. আব্দুছ ছালাম খান, ফিল্ড অ্যাসিসট্যান্ট মো. আব্দুল বারেক মিয়া এবং জাইকা প্রতিনিধি কৃষ্ণ পদ। ওই প্রশিক্ষণ কর্মশালায় ২৯ জন মৎস্যচাষী অংশগ্রহন করেন।