দেলদুয়ার প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাথুলী গ্রামে শুক্রবার(২৬ ফেব্রুয়ারি) রাতে সত্য রঞ্জন মন্ডল (৫০) নামে এক রঙ মিস্ত্রির রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত সত্য রঞ্জন মন্ডল বাথুলী দক্ষিনপাড়া গ্রামের মৃত কেদারী মন্ডলের ছেলে।
জানাগেছে, শনিবার(২৭ ফেব্রুয়ারি) বাথুলী গ্রামের একটি বাড়ির পাশে পতিত জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন দেলদুয়ার থানা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদেন্তর জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ওসমান গনি বলেন, এ বিষয়ে বাদী পক্ষ কোন মামলা দায়ের করেনি। তবে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।