দেলদুয়ার প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল বাজারের পাশে স্বরস্বতী পুজা মন্ডপে সোমবার(১৫ ফেব্রুয়ারি) ভোরে স্বরস্বতী পুঁজা মন্ডপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়, প্রত্যেক বছর স্বরস্বতী পুঁজা উৎসব পালন করে এখানকার শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় এবার ‘ইয়ং স্টুডেন্ট ক্লাবের’ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা রোববার(১৪ ফেব্রুয়ারি) রাত ২ টা পর্যন্ত উৎসব পালন শেষে ঘুমিয়ে পড়ে। সোমবার(১৫ ফেব্রুয়ারি) ভোর রাতে কে বা কারা পুঁজা মন্ডপে আগুন ধরিয়ে দেয়। পাথরাইল থেকে করটিয়াগামী এক অটোরিক্সা চালক পুজা মন্ডপে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পুঁজা মন্ডপের প্যান্ডেলের কাপড় ও কয়েকটি চেয়ার পুড়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশের শাড়ি ব্যবসা প্রতিষ্ঠান।
এ ব্যাপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশারফ হোসেন, পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।