ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল হাইস্কুলে অবৈধভাবে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নিয়ে অনৈতিকভাবে পরিচালনা কমিটি গঠনের অভিযোগ ওঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে অভিভাবকদের পক্ষে মলয় চন্দ লিখিত অভিযোগ দাখিল করেছেন।
জানাগেছে, পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে দীনবন্ধু প্রামানিক নানা খাতে আর্থিক অনিয়ম করেন। সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বিগত সময়ের আয়-ব্যয়ের হিসাব নিরূপণের জন্য অডিট করানোর উদ্যোগ নেয়। এরই মধ্যে ম্যানেজিং কমিটির সভাপতি মলয় চন্দ গত ৭ সেপ্টেম্বর চিকিৎসা ও বেড়ানোর জন্য ভারতে যান। প্রধান শিক্ষক দীনবন্ধু প্রামানিক সুযোগ বুঝে কমিটির মেয়াদোত্তীর্ণের আগেই সদস্যদের সাথে পরামর্শ না করে গত ৯ সেপ্টেম্বর তড়িঘড়ি কার্যকরি কমিটি গঠনের লক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। অভিভাবক প্রতিনিধি মো. বেলায়েত হোসেনকে ঘোষিত তফসিলের মনোনয়নপত্র কিনতে দেননি। তদুপরি ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় ও জমা দেন। ১৫ সেপ্টেম্বর বাছাইয়ে প্রধান শিক্ষক ঘষা-মাজা করে ৭ টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করান এবং তাঁর সুবিধামত লোকদের সমন্বয়ে ম্যানেজিং কমিটি গঠন করে। প্রকাশ, কমিটি গঠনে প্রধান শিক্ষক দীনবন্ধু প্রামানিকের সীমাহীন অনিয়মের প্রতিবাদে শিক্ষরা কমিটিতে প্রতিনিধি দেয়া থেকে বিরত থাকেন।
অভিযোগে প্রকাশ, দেলদুয়ার উপজেলার পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্ম বিষয়ক শিক্ষক দীনবন্ধু প্রামানিক বিগত ২০১১ সালের ৫ মার্চ প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। ওই নিয়োগে নানা অনিয়মের অভিযোগ উত্থাপিত হলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের অভিভাবক সদস্য আকবর মিয়া, বেলায়েত হোসেন, প্রদীপ বসাক ও শিক্ষক প্রতিনিধি অরুণ কুমার সাহা, মো. রেজাউল করিমের সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্ত করে ৭ টি সুনির্দিষ্ট অনিয়ম উল্লেখ করে প্রতিবেদন দাখিল করে। কারণগুলো হচ্ছে, প্রধান শিক্ষক নিয়োগের সাক্ষাতকার পত্র, নিয়োগ সংক্রান্ত রেজুলেশন ও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল সিট, নিয়োগ পরীক্ষার মৌখিক প্রশ্ন ও উত্তরপত্র প্রার্থী দীনবন্ধু প্রামানিক নিজেই লিখেছেন, তৎসময়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক প্যাটার্ন পরিপূর্ণ ও সহকারি প্রধান শিক্ষক থাকার পরও প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া গ্রহন, সহকারি প্রধান শিক্ষককে গণিত শিক্ষক দেখিয়ে নিয়োগ প্রক্রিয়া গ্রহন, দীনবন্ধু প্রামানিককে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপত্রে ৬/৪/১১ইং থেকে ১৫ দিনের মধ্যে যোগদানের কথা থাকলেও ৫/৩/১১ইং তারিখে নিয়োগপত্র হাতে পেয়ে কমিটির সদস্যদের উপর প্রভাব খাটিয়ে ওইদিনই যোগদান করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিনা বেগমের কাছ থেকে কার্যভার বুঝে না নিয়ে অনিয়ম করে সিনিয়র শিক্ষক মো. নুরুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এ বিষয়ে প্রতিকার চেয়ে শিক্ষানুরাগী মলয় চন্দ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে বিদ্যালয় পরিদর্শক এটিএম মইনুল হোসেন বিষয়টি সরেজজিনে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য গত ১৩ অক্টোবর জেলা শিক্ষা অফিসারকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।
শিক্ষানুরাগী মলয় চন্দ অভিযোগ করেন, জেলা শিক্ষা অফিসার কোন রকম তদন্ত না করে সম্পূর্ণ মনগড়া প্রতিবেদন শিক্ষা বোর্ডে পাঠিয়ে দায়িত্ব এড়িয়ে গেছেন। তিনি শিক্ষা বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তা বা ভিজিলেন্স টিম দিয়ে সরেজমিনে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
প্রধান শিক্ষক দীনবন্ধু প্রামানিক জানান, ওসব বিষয় অনেক আগেই শেষ হয়েছে, সবকিছুই ম্যানেজ। এ ব্যাপারে পত্রিকায় লিখলেও কিছুই হবেনা।
জেলা শিক্ষা অফিসার মো. শফি উল্লাহ জানান, এ বিষয়ে ১১ নভেম্বর জেলা শিক্ষা অফিসের ২১৩৭ নম্বর স্মারকে শিক্ষা বোর্ডে প্রতিবেদন পাঠিয়ে দেয়া হয়েছে। সরেজমিনে তদন্তের বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।