দেলদুয়ার প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বেশির ভাগ ডাক্তারই নিয়মিত অনুপস্থিত থাকছেন। দুই/একজন ডাক্তার আসলেও আবার দুপুর ২ টার আগেই চলে যাচ্ছেন। মেডিকেল অ্যাসিসট্যান্ট ও নার্স দিয়ে চলছে চিকিৎসা সেবা। ছোট খাটো সমস্য নিয়ে আসলেও রোগীদের পাঠানো হয় জেলা সদরের হাসপাতালে। নির্দিষ্ট একজন আবাসিক ডাক্তার থাকার কথা থাকলেও সেটা কাগজে কলমে মাত্র। যিনি আসছেন তিনিই আবাসিক চিকিৎসকের দায়িত্ব পালন করছেন। আবাসন ব্যবস্থা থাকা সত্বেও কোন ডাক্তারই থাকছে না হাসপাতালের আবাসিক ভবনে। ফলে আবাসিক ভবনও অপরিছন্ন পরিবেশে পড়ে রয়েছে। টাকার বিনিময় মেডিকেল সনদ প্রদান, ওষুধ বিতরণে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহ সহ নানা অনিয়মের অভিযোগ রোগীদের। জেনারেটর মেশিন চালাতে খরচ বেশি হওয়ায় মূল্যবান এ যন্ত্রটি দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। অ্যাম্বুলেন্সটিও বিকল হয়ে আছে দীর্ঘদিন ধরে। জেলার মধুপুর থেকে একটি অ্যাম্বুলেন্স আনা হয়েছে সেটিও অচল অবস্থায় পড়ে রয়েছে।
গত ১১ জানুয়ারি(রোববার) সরেজমিনে গিয়ে দেখা গেছে, রোগীর উপস্থিতি খুবই কম। এক্সরে বিভাগ ও প্যাথলজি বিভাগে কর্মরতরা কাজের প্রতি উদাসিন দেখা যায়। একজন মেডিকেল অফিসার ও দুই জন মেডিকেল অ্যাসিসট্যান্ট চিকিৎসা সেবা দিচ্ছেন। বারান্দায় কুকুর ঘোরাঘুরি করছে।
রোগী ও স্বজনদের সাথে কথা বলে জানা যায়, হাসপাতাল থেকে কোন ওষুধ দেয়া হয় না। বেশির ভাগ ওষুধই বাইরে থেকে কিনে আনতে হয়। এ হাসপাতালে চিকিৎসা সেবা না পাওয়ায় উপজেলার বেশির ভাগ সার্মথ্যবানরা ভীড় করছেন জেলা শহরের প্রাইভেট ক্লিনিকগুলোতে। অন্যদিকে, চিকিৎসা না পেয়ে অসুস্থতায় ভোগছেন দারিদ্র শ্রেণির লোকজন। তারা চিকিৎসা না পেলেও চিকিৎসার জন্য দাঁত আঁকড়ে পরে থাকেন এ হাসপাতালে। রোগ নির্ণয়ের সকল পরীক্ষা নিরীক্ষাও বাইরের ক্লিনিক থেকে করতে হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালে ডাক্তার আছেন ১৭ জন। এদের মধ্যে ২ জন আছেন টাঙ্গাইল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ডিপুটেশনে।
উপজেলার জনসংখ্যা প্রায় ২ লাখ ৫০ হাজার। এ উপজেলার চিকিৎসা সেবা পাওয়ার একমাত্র কেন্দ্রস্থল এ স্বাস্থ্য কমপ্লেক্সটি। রোগীদের চাপ সামলাতে সরকার ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করেছে। তবু চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে এ উপজেলার হাজার হাজার নিরীহ মানুষ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুর রহমান মিয়া অনিয়মের সকল অভিযোগ অস্বীকার করে বলেন, যে ওষুধ সরবরাহ আছে তা রোগীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এক্সরে মেশিনের ফিল্ম স¦ল্পতার জন্য পরীক্ষা নিরীক্ষা সাময়িকভাবে বন্ধ থাকে। তিনি আরও বলেন, জেনারেটর মেশিন চালানো ব্যয়বহুল। এছাড়া বাজেট স্বল্পতাও রয়েছে। সেজন্য জেনারেটর মেশিন বন্ধ রয়েছে। ১৭ জন ডাক্তারের মধ্যে ২ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ডিপুটেশনে রয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যা উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি সরবরাহ না করায় উদ্বোধন করা যাচ্ছে না।