দেলদুয়ার সংবাদদাতাঃ
দীর্ঘদিন ধরে সংস্কার না করায় দেলদুয়ার-এলাসিন সড়কের পিচঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কজুড়ে অসংখ্য খানা-খন্দে ভরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে ভেঙ্গে গিয়ে সরু হয়ে গেছে। গাড়ির চাকা গর্তে পড়ে যাত্রীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে, বিকল হচ্ছে গাড়ি। দীর্ঘ দিন ধরে সড়কের একটি ব্রিজের রেলিংও ভেঙ্গে আছে। এ করুণ হাল দেলদুয়ার-এলাসিন সড়কের প্রায় ১০ কিলোমিটার সড়ক।
এতে স্থানীয় লক্ষাধিক মানুষ ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট পোহাচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সড়ক দিয়ে মওলানা ভাসানী ডিগ্রি কলেজ, সৈয়দ মহব্বত আলী ডিগ্রী কলেজ, বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়, আবুল হোসেন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই সহ¯্রাধিক শিক্ষার্থী চলাচল করে থাকে। এছাড়া নাল্লাপাড়া হাট-বাজার সহ কয়েকটি হাট-বাজারে এ সড়ক দিয়ে চলাচল করতে হয়।
সরেজমিনে দেখা যায়, দেলদুয়ার উপজেলা সদরের সাথে পশ্চিমাঞ্চলের মানুষের সহজ যোগাযোগ মাধ্যম এ সড়ক। পুরো সড়ক খানা-খন্দে ভরা। পিচঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে ভেঙ্গে সড়ক সরু হয়ে গেছে। সিএনজি চালিত অটেচারিকশার চালক শরিফ মিয়া ও মন্টু মিয়া জানায়, এ সড়ক দিয়ে যানবাহন চালানো কঠিন হয়ে পড়েছে । ফলে নাল্লাপাড়া হতে দেলদুয়ার পৌঁছতে প্রায় তিন কিলোমিটার বেশি রাস্তা ঘুরে আসতে হয়।
দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ বলেন, রাস্তাটি খুবই গুরত্বপূর্ণ। সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে।