গণবিপ্লব রিপোর্টঃ
সেক্টর কমান্ডারস ফোরাম ও মুক্তিযুদ্ধ-৭১’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কেএম সফিউল্লাহ বীরউত্তম বলেছেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য রাজাকাররাই দায়ী। কিছুদিন আগে এক যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হওয়ায় পাকিস্তান এ নিয়ে প্রশ্ন তুলেছে। এতে পাকিস্তান প্রমাণ করেছে, তারা বাংলাদেশে তাদের লোক রেখে গেছে।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশ কারো দয়ার দান নয়। আমরা নয় মাস জীবন বাজি রেখে যুদ্ধ করে পাকিস্তানী বাহিনীকে আত্মসমর্পন করতে বাধ্য করেছি। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে যখন বলেছিলেন ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’; সেটাই ছিল মূলত মুক্তিযুদ্ধের ঘোষণা। আর এই ঘোষণার কারণেই মানুষ সেদিন নির্দ্বিধায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
শুক্রবার(১৫ জানুয়ারি) সন্ধ্যায় সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১ টাঙ্গাইল জেলা কমিটির অভিষেক উপলক্ষে টাঙ্গাইল সিডিসি মিলনায়তনে অনুষ্ঠিত ‘গৌরবদ্বীপ্ত-বীরত্ব গাঁথা মুক্তিযুদ্ধ-৭১ এবং বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
ফোরামের জেলা কমিটি আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান মুক্তিযুদ্ধে এস ফোর্সের অধিনায়ক, ৩ নং সেক্টর কমান্ডার, মেজর জেনারেল (অব.) কেএম সফিউল্লাহ বীরউত্তম। প্রধান আলোচক ছিলেন, ফোরামের কেন্দ্রীয় মহাসচিব বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক মুক্তিযোদ্ধা হারুন হাবীব। বিশেষ অতিথি ছিলেন, ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব বিশিষ্ট শিক্ষাবিদ মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী এবং আলোচক ছিলেন ফোরামের ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আবুল হাসেম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হোসেন।
অনুষ্ঠানে সেক্টর কমান্ডারস ফোরাম টাঙ্গাইল জেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন এবং তাদের পরিচয় করিয়ে দেন বিশেষ অতিথি অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি কেএম সফিউল্লাহ তাদের শপথবাক্য পাঠ করান।
নতুন জেলা কমিটির সভাপতি হলেন মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হলেন সাবেক যুবলীগ নেতা এসএম শওকত রেজা।