মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
দেশের কারাগারে ৩২ বছরেও জনবল বাড়েনি কিন্তু ধারণ ক্ষমতা ও আয়তন বেড়েছে ১০ গুণ। ১৯৮৪ সালে যে জনবল দিয়ে কারাগার পরিচালিত হতো, আজও সেই জনবল দিয়েই কারাগার চলছে। সোমবার(৪ জানুয়ারি) দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিপিএ বিভাগের মিলনায়তনে ‘বাংলাদেশের কারাগার ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ’ বিষয়ক সেমিনারের অ্যাকাডেমিক সেশনে প্রিজন ডিরেক্টরেট-এর মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কারাগারে ধারণ ক্ষমতা ৩৪ হাজার কিন্তু বন্দি রয়েছে ৭৫ হাজার। দেশের ৬৮ কারাগারে মাত্র ১৩ টি অ্যাম্বুলেন্স রয়েছে। মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। এখনও ২০ লক্ষাধিক মামলা ঝুলে রয়েছে।
তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে অপরাধ কমে যাবে। এ জন্য সকলে একত্রে কাজ করতে হবে। তখন হয়তো এ দেশ সত্যিকারের সোনার বাংলায় পরিণত হবে।
সেমিনারে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের চেয়ারম্যান মোছা. নুরজাহান খাতুন, সহযোগী অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক, সহকারী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ আব্দুল কাদের মিয়া, মো. ইসতিয়াক আহমেদ তালুকদার, মো. বশির উদ্দিন খান, মুনমন বিনতে আজিজ, সুব্রত ব্যানার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।
সিপিএস বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।