দেলদুয়ার সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ির পর দিন দিন জনপ্রিয় হচ্ছে স্থানীয়দের তৈরি শাল চাঁদর। ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশ-বিদেশে পৌঁছে গেছে এ অঞ্চলের শাল চাঁদরের তাপ। নিপুন কারুকার্য আর বাহারী ডিজাইনের আর্কষণীয় শাল চাঁদর প্রায় সব বয়সের নারী-পুরুষের পছন্দ। তাই সহজেই কিশোরী-তরুণী ও গৃহিনীদের মনে স্থান করে নিয়েছে দেলদুয়ারের শাল চাঁদর। এ অঞ্চলের শালের বৈশিষ্ট্য হল বাহারি রঙের সুতা দিয়ে হাত ও তাঁতকলে আর্কষণীয় ডিজাইনের কারুকার্যে তৈরি করা হয়। দুই-আড়াই হাত প্রস্থ এবং চার-পাঁচ হাত দৈর্ঘ্যে তৈরি করা হয় শাল-চাঁদর। বর্তমান ফ্যাশন উপযোগী করে এ শাল চাঁদর তৈরি করা হচ্ছে বলে জানান কারিগররা। দেলদুয়ার উপজেলার আবাদপুর ও এলাসিন গ্রামে সব চেয়ে বেশি শাল চাঁদর তৈরি হচ্ছে। এ অঞ্চলের তিন শতাধিক পরিবার শাল তৈরির মাধ্যমে জীবিকা নির্বাহ করছে।
তাঁত মালিক ও শ্রমিকদের সাথে কথা বলে জানাগেছে, সারা বছর একইভাবে শাল চাঁদর তৈরি করেও শীত মৌসুমে ক্রেতাদের চাহিদা পুরন করতে পারছেন না তারা। এ সব তাঁতে দু’সুতি, পাইর, কিরকিরি, নয়নতারা ও বহুরুপী সহ নানা ডিজাইনের শাল তৈরি হচ্ছে। আবাদপুর গ্রামের তাঁত মালিক আবুল কাশেম ও আরিফ মিয়া জানান, প্রতিদিন প্রতিটি তাঁতে পাঁচ থেকে সাতটি শাল তৈরি করা যায়। শাড়ি ও শাল চাঁদর তৈরির প্রক্রিয়া প্রায় একই রকম। সুতা ও ডিজাইন দেন মহাজনরা। ডিজাইনের ভিত্তিতে মহাজনদের কাছ থেকে একজন তাঁত মালিক শাল প্রতি ৮০ থেকে ১২০ টাকা পান। আর তাঁত মালিকের কাছ থেকে শ্রমিকরা ৪০ থেকে ৫০ টাকা মুজুরি পান। বছরে প্রতি তাঁতে শাল তৈরি হয় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ টি। শাল তৈরিতে পুরুষের পাশাপাশি মহিলারাও চরকায় সুতা কেঁটে ছিঁটায় ওঠানোর কাজ করেন। তাঁত শ্রমিক কাশেম ও লুৎফর রহমান জানায়, মহাজনদের ডিজাইনের ভিত্তিতে শাল তৈরি করছে। সারা বছর কাজ করেও তারা শীতে শাল চাঁদরের চাহিদা মিটাতে পারছেন না। সরেজমিনে দেখা গেছে, আবুল কাশেম ও আরিফ মিয়ার তাঁতকল সহ আবাদপুর গ্রামে তিন শতাধিক তাঁতকলে শাল তৈরির ব্যস্ততা চলছে। ইকবাল হোসেন নামের একজন মহাজন জানান, ক্রেতাদের শালের প্রতি দৃষ্টি আর্কষণ করতে বাহারি রঙের সুতার কারুকার্যে শাল তৈরির জন্য আগেই কারিগরদের ডিজাইন দেয়া হয়েছে। ডিজাইনের ভিত্তিতে প্রতি শাল চাঁদরের পাইকারি ৩০০ থেকে ৫০০ টাকা এবং খুচরা ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা মূল্যে বিক্রি করা হয়।