ধনবাড়ী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঝিনাই নদীর ধনবাড়ী উপজেলার কেরামজানী নামক স্থানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় হুমকিতে পড়েছে ঝিনাই নদীর উপর দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ।
জানা যায়, ধনবাড়ী উপজেলার কুড়ালিয়া পটল গ্রামের মৃত হাতেম আলীর ছেলে হেদায়েত হোসেন খোকার নেতৃত্বে ক্ষমতাসীন দলের স্থানীয় শীর্ষ নেতাদের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবৎ উপজেলার কেরামজানী বাজার সংলগ্ন ঝিনাই নদীর ব্রিজের নিচ থেকে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে একদিকে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি হুমকিতে পড়েছে, অন্যদিকে আসন্ন বর্ষা মৌসুমে ব্রিজ ধসে বিশাল এলাকার জনগোষ্ঠীর উপজেলা সদরের সাথে চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরে ভাঙন দেখা দিয়েছে, এতে আশপাশের ফসলী জমি ভেঙে নদীতে পড়ছে। বর্ষায় তীব্র ¯্রােতে তীর ভেঙে তীরবর্তী কয়েকটি গ্রামের বাড়িঘর ও ফসলী জমি নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে বালু উত্তোলনকারী হেদায়েত হোসেন খোকা অভিযোগ অস্বীকার করে জানান, নদীতে তার জমি আগেই ভেঙে পড়েছিল। তিনি তার সেই জমি থেকে বালু উত্তোলন করছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, নদী কারো ব্যক্তি সম্পত্তি নয়। বালু উত্তোলনের খবর পেয়ে তিনি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি জানান, বিষয়টি তাকে কেউ জানায় নি। তিনি খোঁজ নিয়ে অবশ্যই বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।