ধনবাড়ী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নেই আ’লীগের একধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে। এতে আ’লীগের মনোনীত প্রার্থীরা বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের আগুনে জ্বলছে।
সরেজমিনে নেতাকর্মী ও ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ৭টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নেই আ’লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে ৯জন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এতে আ’লীগের মনোনীত প্রাথীরা কোণঠাসা হয়ে পড়েছেন। মুশুদ্দি ইউনিয়নের ডা. জমির উদ্দিন, বলিভদ্র ইউনিয়নের আ. লতিফ, বীরতার ইউয়িনের আনিছুুর রহমান, পাইস্কা ইউনিয়নে আ. মজিদসহ অনেকেই মন্তব্য করে বলেছেন অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এবার এ এলাকায় আওয়ামীলীগ-বিএনপির মধ্যে নয় বরং নির্বাচন হচ্ছে আওয়ামীলীগ বনাম আওয়ামীলীগের মধ্যে।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার নাজমা সুলতানা জানান, উপজেলায় ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৭জন প্রার্থী (নৌকা), বিএনপির ৭জন প্রার্থী (ধানের শীষ) এবং ৯জন স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। এ উপজেলায় নির্বাচন সংক্রান্ত বড় ধরনের কোন অভিযোগ এখনও আসেনি।
উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হচ্ছেন, মুশুদ্দি ইউনিয়নে খন্দকার মঞ্জুর মোর্শেদ নান্নু মাষ্টার (নৌকা), মো. ইদ্রিস আলী (ধানের শীষ) এবং আ’লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আ’লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান মো. হযরত আলী (আনারস), উপজেলা যুবলীগের সদস্য মো. শাহাদৎ হোসেন (মোটর সাইকেল) ও বাবলু আহম্মেদ প্রামাণিক (ঘোড়া)। বলিভদ্র ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার (নৌকা), মো. নাজিম উদ্দিন (ধানের শীষ) এবং আ’লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মুাহাম্মদ সুরুজ্জামান মিন্টু (আনারস)। বীরতারা ইউনিয়নে আহাম্মদ আল ফরিদ (নৌকা), মো. ছানোয়ার হোসেন (ধানের শীষ) এবং আ’লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (ঘোড়া) ও মো. আ. লতিফ (আনারস)। পাইস্কা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আরিফ বজলু (নৌকা) মো. শফিকুল ইসলাম (ধানের শীষ) এবং আ’লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আ. হামিদ (আনারস) ও আ’লীগের নেতা মো. জাহাঙ্গীর আলম (মোটর সাইকেল)। বানিয়াজান ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ফটিক (নৌকা), মো. রফিকুল ইসলাম (ধানের শীষ) এবং আ’লীগের বিদ্রোহী প্রার্থী আ’লীগ নেতা শামছুল আলম তালুকদার (আনারস)। যদুনাথপুর ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান মীর ফিরোজ আহম্মেদ (নৌকা) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ (ধানের শীষ)। ধোপাখালী ইউনিয়নে মো. আকবর হোসেন (নৌকা) ও বর্তমান চেয়ারম্যান মো. কামাল হোসেন তালুকদার (ধানের শীষ)।
এ উপজেলার ৭টি ইউনিয়নেই বিএনপির একক প্রার্থী থাকায় তারা অনেকটা নিরাপদ অবস্থানে রয়েছেন। অপরদিকে, আ’লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে একধিক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে বিপুল উদ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন বঞ্চিত প্রর্থীদের সাথে রাজনৈতিক নেতাকর্মীদের জোড়ালো সমর্থন থাকায় আ’লীগ মনোনীত প্রার্থীদের ভোটযুদ্ধে ঘাম ঝড়াতে হচ্ছে। এসব এলাকার দলীয় নেতাকর্মী ও ভোটারদের সাথে কথা বলে নির্বাচনের এ চিত্র পাওয়া গেছে।
উল্লেখ্য, এ উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল ৬৩টি কেন্দ্রে ১ লাখ ১১ হাজার ৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।