ধনবাড়ী সংবাদদাতাঃ
তৃতীয় ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আ’লীগের উদ্যোগে রোববার(৩ এপ্রিল) নির্বাচনী কর্মীসভা উপজেলা আ’লীগ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে কর্মীসভায় ধনবাড়ী উপজেলার ৭ ইউনিয়নের আ’লীগ মনোনীত প্রার্থী, ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগ সভাপতি সম্পাদক, বিপুল সংখ্যাক নেতাকর্মী সমর্থক এবং জেলা ও উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মীসভায় আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে নৌকার বিজয় সুনিশ্চিত করতে দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, জেলা আ’লীগ সদস্য উপজেলা আ’লীগের সহ-সভাপতি হারুনুর রশিদ হীরা, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম বেলাল, পৌর আ’লীগের সভাপতি শাখাওয়াত হোসেন, আ’লীগ মনোনীত যদুনাথপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মীর ফিরোজ আহম্মেদ, ধোপাখালীর আকবর হোসেন, পাইস্কার আরিফ বজলু, বীরতারার আহম্মেদ আল ফরিদ, বানিয়াজানের রফিকুল ইসলাম ফটিক, বলিভদ্রের রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।
সভায় বিভিন্ন ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী বিদ্রোহী প্রার্থীদের আগামী ৬ এপ্রিলের মধ্যে স্বেচ্ছায় প্রার্থীতা প্রত্যাহারের আহবান জানানো হয়।