ধনবাড়ী প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নবাব নওয়াব আলী চৌধুরীর স্মৃতিধন্য টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনকে ঘিরে শেষ মুহুর্তের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। প্রার্থীদের নিত্য নতুন কৌশলে প্রচার-প্রচারনায় সরগরম এ পৌরসভা। হাট-বাজার, দোকান-পাট, হোটেল-রেস্তোরা সর্বত্র এখন একটাই আলোচনা বিজয়ের মালা কার গলায় পড়বে।
পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ প্রার্থীর গলার কাটা এখন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জহুরুল হক বকল হেলাল (নারিকেল গাছ) আর বিএনপি প্রার্থীর সমস্যা অন্তকলহ ও অনৈক্য।
বর্তমান মেয়র আওয়ামী লীগ প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন যে পরিমাণ উন্নয়ন করেছেন, মাদক নিয়ন্ত্রণ করেছেন এবং চাঁদাবাজ মুক্ত ব্যবসার পরিবেশ তৈরি করেছেন তাতে বিপুল ভোটে নৌকা বিজয়ী হওয়ার কথা। কিন্তু সমস্যা হলো বিদ্রোহী প্রার্থী জহুরুল হক বকল হেলাল (নারিকেল গাছ)। তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি, দলে তার অবস্থানও শক্তিশালী; তিনি আওয়ামীলীগ প্রার্থীর জন্য সবচেয়ে বড় সমস্যার কারণ। তাছাড়া দলীয় মার্কাও আরেক সমস্যা। বিএনপি সমর্থিত অনেকেই ব্যক্তি ইমেজের কারণে খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনকে ভোট দিয়ে সথাকেন। কিন্তু ধানের শীষ মার্কা থাকায় তারা দলের বাইরে যাবেন না। বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি‘র নিকটাতœীয়, নিজ ব্যক্তি ইমেজ এবং মেয়র থাকাবস্থায় বিগত সময়ে ধনবাড়ী পৌরসভাকে তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার পাশাপাশি যথেষ্ট উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বাড়িয়েছেন। তাই নির্বাচনে তিনি জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী।
বিএনপি প্রার্থী এসএমএ সোবহান এলাকায় একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। ধানের শীষ প্রতীকে নির্বাচন হওয়ায় এটা তার সহায়ক হবে। তবে দলীয় অন্তকলহ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ত্রি-ধারায় বিভক্ত এ পৌরসভায় নেতাকর্মীদের মধ্যে অনৈক্যই বেশি। এসএম আব্দুস সোবহান ধনবাড়ীকে মডেল পৌরসভায় উন্নীত করণের পাশাপশি সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। তিনিও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান। তবে দলের মধ্যে অন্তকলহ থাকার কারণে কিছুটা হোচট খেতে পারেন বলে কেউ কেউ মনে করেন। এ অন্তকলহের এক পর্যায়ে উপজলায় ও পৌর সভায় মূল কমিটি ভেঙ্গে দিয়ে চুপিসারে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে দলের মধ্যে ক্ষোভ আরো বেড়ে যায়। কমিটি ঘোষাণার পর বঞ্চিতরা বিপরীতে অবস্থান নেয়ায় দলের অবস্থান জটিল হয়েছে। এ আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করেই বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ পর্যন্ত হয়েছে। তারপরও প্রতীক বলে কথা, ধানের শীষের কারণেই জয়ী হতে পারেন এ প্রার্থী।
দ্বিতীয় শ্রেণির এ পৌরসভায় মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন (নৌকা), বিএনপি মনোনীত পৌর বিএনপির আহ্বায়ক এসএমএ সোবহান (ধানের শীষ), জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত অধ্যক্ষ ফেরদৌস আহম্মেদ পিন্টু(লাঙ্গল) এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জহুরুল হক বকল হেলাল (নারিকেল গাছ)।