ধনবাড়ী সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৭ ইউনিয়নে আগামী শনিবার(২৩ এপ্রিল) ইউপি নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ উপজেলার শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের জনপ্রিয়তায় কোণঠাসা হয়ে পড়েছেন দলীয় প্রার্থীরা। উপজেলা ও ইউনিয়ন আ’লীগের কতিপয় বাঘা বাঘা নেতা বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের পক্ষ নেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে দল মনোনীত নৌকার প্রার্থীরা মহা-বিপাকে পড়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচার কার্যক্রম পরিদর্শনে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম তালুকদার বানিয়াজান ইউনিয়নের আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী শামছুল আলম বাবুলের পক্ষে, উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বর্তমান ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মন্টু ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সুলতান আহম্মেদ বীরতারা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলামের পক্ষে, প্রভাবশালী আওয়ামী লীগ নেতা পিন্টু মিয়া ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুলু মিয়া মুশুদ্দি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হযরত আলীর পক্ষে এবং উপজেলা আওয়ামী লীগের অপর প্রভাবশালী নেতা আব্দুল লতিফ মাষ্টার, জুলহাস উদ্দিন, রতন মিয়া ও হাবিব মেম্বার সহ বেশির ভাগ দলীয় নেতাকর্মী বলিভদ্র ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সুরুজ্জামান মিন্টুর পক্ষে ভোট প্রার্থণা করে প্রচারণা চালাচ্ছেন। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা কোণঠাসা হয়ে মহা-বিপাকে পড়েছেন।
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ জানান, যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন তাদেরকে ইতোমধ্যেই কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়েছে, প্রয়োজনে বহিস্কার করা হবে।