ধনবাড়ী প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নবাব নওয়াব আলী চৌধুরীর স্মৃতি ধন্য ধনবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (এ) দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। বিএনপির তিনজন সম্ভাব্য প্রার্থী নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা চালালেও অভ্যন্তরীণ কোন্দলের কারণে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে পারছে না। সিদ্ধান্তহীনতায় ভূগছে দলের স্থানীয় শীর্ষ নেতৃত্ব।
প্রথমবারের মতো দলীয় প্রতীকের এ নির্বাচনকে ঘিরে সারা দেশের মতো ধনবাড়ী পৌরসভায়ও চলছে নানা জল্পনা-কল্পনা। দলের মধ্যে চলছে নানা হিসেব-নিকেশ। বিশেষ করে সরকার দলীয় নেতা-কর্মীদের মধ্যে এ নির্বাচনকে ঘিরে আলাপ-আলোচনা এখন তুঙ্গে। দফায়-দফায় বৈঠকের পর সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও স্থানীয় সাংসদ সবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক দলীয় নেতা-কর্মীদের সাথে বৈঠক করে তিনজন সম্ভাব্য দলীয় প্রার্থীর মধ্য থেকে একজকে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ধাপে-ধাপে বৈঠক শেষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-অর-রশীদ হীরাকে নিবৃত্ত করে বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম তপনকে প্রার্থী করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রজ্জাক এমপি’র বলিষ্ঠ পদক্ষেপে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু এবং সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদ নেতা-কর্মীদের সহায়তায় এ সিদ্ধান্তে পৌঁছেন। অথাৎ ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ধনবাড়ী পৌরসভার এবারের নির্বাচনে নৌকার মাঝি খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন। জয়ের আশায় তিনি দলের হয়ে দ্বিতীয়বারের মতো পৌর নির্বাচনে প্রতিদ্ব›দ্বিতা করার জোর প্রস্তুতি নিয়ে প্রাচারণা চালাচ্ছেন।
এদিকে, জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির(এ) প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবুল কাশেম দলীয় নেতা-কর্মীদের সাথে বৈঠক করে উপজেলা জাপা’র অন্যতম সদস্য অধ্যক্ষ ফেরদুস আহম্মেদ পিন্টুকে দলীয় মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। তিনি সিদ্ধান্ত পেয়েই লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন।
অপদিকে, বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পৌর বিএনপির আহবায়ক এসএমএ সোবাহান, যুগ্ম-আহবায়ক হাফেজ খাইরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র হাবিবুল্লা ফকির প্রচার-প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক কোন্দলের মধ্যে গত বছরের ১৭ ডিসেম্বর এ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক ফকির মাহবুব আনাম স্বপন একক সিদ্ধান্তে স্বীয় আস্থাভাজনদের নিয়ে ওই কমিটি গঠন করেন বলে দলের মাঠ পর্যায়ে আলোচনা-সমালোচনা আছে। কমিটি গঠনের কিছুদিন পর চলতি বছরের ৩ জানুয়ারি আহ্বায়ক কমিটির বিরুদ্ধে কর্মসূচি দিয়ে বিক্ষোভ করতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত, তিন নেতার বাড়ি ও একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘটে। পরের দিন (৪ জানুয়ারি) থানায় দায়ের করা দুই পক্ষের পৃথক ৩ মামলায় বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার দেখিয়ে ৫ জানুয়ারি তাদের জেল হাজতে পাঠায় পুলিশ। গ্রেপ্তার হওয়া ৯ জনের অন্যতম পৌর বিএনপির আহ্বায়ক সাবেক জিএস এসএমএ সোবাহান ছিলেন। এ সমস্ত মামলায় দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামী করা হয়। নির্বাচনে ওই ঘটনার প্রভাব পড়বে বলে তৃণমূলের নেতা-কর্মীদের ধারণা। তারপরও স্বপন ফকিরের আস্থাভাজন বলে পরিচিত এসএমএ সোবাহান ও হাফেজ খাইরুল ইসলাম দলীয় মনোনয়ন পাওয়ার জন্য পৃথকভাবে চেষ্টা ও দৌড়ঝাঁপ করছেন। কমিটি ঘোষণার পর থেকে এখনও পদ বঞ্চিতরা আহ্বায়ক কমিটির বিপরীতে অবস্থান নেয়ায় দলের অবস্থান ঝুঁকিতে রয়েছে। পৌর নির্বাচনকে সামনে রেখে ওই অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। কারণ প্রার্থী তালিকায় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য পদ বঞ্চিতদের নেতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল্লা ফকিরও মনোনয়ন দৌঁড়ে রয়েছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি তার পক্ষের নেতাকর্মী নিয়ে ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে গণসংযোগ করেছেন।
জয়ের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সিদ্ধান্তকে নেতাকর্মীরা স্বাগত জানালেও মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগ নেতা বর্তমান কাউন্সিলর হেলাল উদ্দিন বকল স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। ফলে আওয়ামীলীগেও গৃহদাহ রয়েছে। অন্য দিকে বিএনপির গৃহের আগুন প্রশমিত না হলে পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রতিনিধি নির্বাচিত হওয়া সহজ হবে না।