ধনবাড়ী ১ মার্চ ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ীতে রোববার (১ মার্চ) জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১লা মার্চ তৎকালীন আলফা ইন্সুরেন্স কোম্পানীতে যোগদান করেছিলেন। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ১লা মার্চ জাতীয় বীমা দিবস ঘোষণা করেছে সরকার।
দিবসটি উপলক্ষে ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, ধনবাড়ী উপজেলা শিক্ষা অফিসার মতিউর রহমান খান, প্রগতি লাইফ ইনসিওরেন্স এর ধনবাড়ী শাখার ম্যানেজার জাহেদুল ইসলাম রনি, ইউনিট ম্যানেজার আব্দুর রউফ রব্বানী, সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী ধনবাড়ী শাখার জুনিয়র এমডি শফিকুল ইসলাম, যুগ্ম প্রকল্প পরিচালক আ. খালেক, জেনারেল ম্যানেজার আ: হালিম,ন্যাশনাল ইনসিওরেন্স কোম্পানীর কল্পনা আক্তার প্রমুখ।