ধনবাড়ী ২ মার্চ : ”ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ায় অংশ নেব” এমন স্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে র্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
সোমবার (২ মার্চ) সকাল ১০টায় ধনবাড়ী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালী বের করা হয়। র্যালীটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।
ধনবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাচন কর্মকর্তা করুনা সিন্দু, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।