ধনবাড়ী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত জুস কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিষাক্ত রঙ, কেমিক্যাল ও অবৈধ মালামাল উদ্ধার করেছে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসের সিএ আলমগীর হোসেন জানান, মঙ্গলবার(২৮ মার্চ) বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি অভিযান চালিয়ে উপজেলার নিজবর্ণি গ্রামের মো. কাশেম আলী ছেলে রমজান আলীকে(৩৫) কারখানায় অবৈধ মালামাল তৈরি ও রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে আরোও ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। এ সময় উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আল্পনা রাণী বর্ধন ও ধনবাড়ী থানা পুলিশ উপস্থিত ছিল।