ধনবাড়ী সংবাদদাতাঃ
টঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার মেয়র পদে আ‘লীগের মনোনয়ন পেলেন বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন। শনিবার(২৮ নভেম্বর) উপজেলা আ’লীগের বর্ধিত সভায় তৃণমূলের নেতা-কর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী ঘোষনা করেন আ‘লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জক এমপি। এ সময় উপস্থিত সকলেই করতালি দিয়ে এ ঘোষণার প্রতি সমর্থন জানান।
উপজেলা আ’লীগ সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে উপজেলা আ’লীগ কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জক এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী কিসলু, টাঙ্গাইল জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক মীর ফিরোজ আহম্মেদ, পৌর আ’লীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ। সভায় ওয়ার্ড আ’লীগের সভাপতি-সম্পাদকরাও বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেন, দল মনোনীত প্রার্থীর বিপক্ষে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সব ভেদাভেদ ভুলে সকলকে ঐকবদ্ধভাবে দল মনোনীত প্রার্থী বর্তমান মেয়র খন্দঃ মঞ্জরুল ইসলাম তপনের পক্ষে কাজ করার আহ্বান জানান।