ধনবাড়ী প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের দড়িচন্দ্রবাড়ী উত্তরপাড়ায় মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে পুকুরে ডুবে সবুজ ও সাথী নামে ৪ বছরের যমজ ভাইবোনের করুণ মৃত্যু হয়েছে। সবুজ ও সাথী ওই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে ও মেয়ে।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মজিবুর রহমান জানান, দুপুরে সবুজ ও সাথী বাড়ির উঠানে খেলতে খেলতে পাশের পুকুরে পড়ে যায়। এদিকে, দীর্ঘ সময় শিশু দু’টিকে না পেয়ে বাড়ির লোকজন তাদের খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।