ধনবাড়ী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ধনবাড়ী আলিম মাদ্রাসা কেন্দ্রে রোববার দাখিল পরীক্ষার ইংরেজি বিষয়ের ২টি প্রশ্ন পরীক্ষা শুরুর আগেই অসৎ উদ্দ্যেশে বাইরে পাচার করে দেয়র অপরাধে কেন্দ্র সচিবকে ১০ হাজার টাকা জরিমানা ও বহিস্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার।
জানা যায়, পরীক্ষা কেন্দ্রের বাইরে যাওয়া প্রশ্ন পেয়ে কতিপয় শিক্ষক জনৈক আবুল মাষ্টারের বাড়িতে প্রশ্নের উত্তর তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিত কয়েকজন শিক্ষক দৌঁড়ে পালিয়ে গেলেও ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় ইউএনও শামীম আরা রিনি আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ও কেন্দ্র সচিব রুহুল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা ও কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে তাকে অব্যাহতির দেয়ার সিদ্ধান্ত নেন। অপর ৩ শিক্ষক ভাইঘাট মাদ্রাসার সুপার মাও. মিনহাজ উদ্দিন, নরিল্যা মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেন ও গোবিন্দপুর মাদ্রাসার প্রিন্সিপাল এবং হল সুপার মাও. হাফিজুর রহমানকে ভবিষ্যতেরর জন্য সতর্ক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল বাড়ির মালিক আবুল মাস্টারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি জানান, কেন্দ্রে সরবাহ করা ইংরেজি বিষয়ের ৯২টি প্রশ্নের মধ্যে ৯০টি প্রশ্ন পাওয়া যায়। বাকি ২টি বাইরে চলে যায়। এ ঘটনায় কেন্দ্র সচিব রুহুল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা এবং কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত মাদ্রাসা শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। এছাড়া অপর ৩ শিক্ষককে সতর্ক করা হয়েছে।