ধনবাড়ী প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে পরকীয়ার জেরে পুত্রবধূর প্রেমিকের হাতে শ্বশুর খুন হয়েছে। পুলিশ পুত্রবধূ দুই সন্তানের জননী হাজেরা বেগমকে(৩০) আটক করেছে। শ্বশুর মো. শরাফত আলী(৫৫)’র লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গত ৭ আগস্ট(শুক্রবার) ভোরে উপজেলার পাইস্কা ইউনিয়নের পাইটকা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, প্রায় ১০ বছর আগে হাজেরা বেগমের সাথে পাইটকা পূর্বপাড়া গ্রামের নিহত শরাফত আলীর ছেলে মো. আব্দুস ছালামের বিয়ে হয়। সংসার জীবনে শান্তা(১০) ও রাণী (৬) নামের তাদের দুই মেয়ে রয়েছে। বিগত দুই বছর আগে আব্দুস ছালাম ওমানে কাজের সুবাধে প্রবাস জীবন কাটাচ্ছেন। এই সুযোগে হাজেরার সাথে প্রতিবেশী মো. সিরাজ আলীর ছেলে তিন সন্তানের জনক আইন উদ্দিনের(৩৮) সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। নানা সময়ে এ নিয়ে হাজেরাকে বুঝানো হলেও সে মানেনি। বিচার সালিশেও কাজ হয়নি। তাদের এ অনৈতিক সম্পর্কের এক পর্যায়ে গত ৭ আগস্ট(শুক্রবার) ভোরে শ্বশুর শরাফত দেখে ফেলে এবং আইন উদ্দিনকে আটক করার চেষ্টা করেন। এ সময় আইন উদ্দিন হাতের টর্চ লাইট দিয়ে শরাফত আলীর মাথায় আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই শরাফত আলীর মৃত্যু হয়।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান জানান, খবর পেয়ে ৭ আগস্ট(শুক্রবার) দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মো. শরাফত আলীর পুত্রবধূ হাজেরা বেগমকে আটক করা হয়েছে। নিহত শরাফতের স্ত্রী ছালেহা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।