ধনবাড়ী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পঞ্চাশি বটতলা মোড়ে সোমবার(২১ ডিসেম্বর) টাঙ্গাইল ও জামালপুর জেলা উলামা ও তাওহিদী জনতার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা কওমী উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজ(দা.বা.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে কাদিয়ানী সম্প্রাদায়কে অমুসলিম ঘোষনার দাবি এবং মুসলমানদের ঈমান ও আক্বিদায় দৃঢ় বিশ্বাস স্থাপনের জোর আহ্বান জানানো হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন, বৃহত্তর মোমেনশাহী মজলিসে শুরা ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী(দা.বা.), সহ-সভাপতি আলহাজ্ব মুফতী আহমদ আলী(দা.বা.), সাধারণ সম্পাদক মাওলানা মনসুরুল হক খান(দা.বা.), সাংগঠনিক সম্পাদক মাওলানা মঞ্জুরুল হক(দা.বা.), জামালপুর জেলা মজলিসে শুরা ইত্তেফাকুল উলামার সদস্য মাওলানা মুফতী আব্দুল্লাহ(দা.বা.), মাওলানা সৈয়দ আলী মিয়া, মাওলানা আব্দুল জলিল(দা.বা.), অধ্যাপক মুফতী মুহিব্বুল্লাহ(দা.বা.), মুফতী আব্দুর রহমান(দা.বা.) প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন, ধনবাড়ী উপজেলা কওমী উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা ওসমান বিন মাঈনুদ্দীন(দা.বা.)।
উলেখ্য, পঞ্চাশি গ্রামের পাশ ঘেষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হুসনাবাদ ও বনগ্রামে কাদিয়ানীদের মূল আস্তানা হওয়ায় তার আশপাশ এলাকার হত দরিদ্র মূললিম লোকদেরকে নানা প্রলোভন, সাহায্য-সহযোগিতা ও অর্থ-কড়ি দিয়ে কাদিয়ানী সম্প্রদায়ের প্রতি বিশ্বাস ও আস্থা আনার প্রতিবাদে প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে এ সিরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শান্তি-শৃংখলা রক্ষার স্বার্থে ধনবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. তোফাজ্জল হোসেন, সহকারী পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) জমির উদ্দিন আহম্মেদ, ধনবাড়ী থানার ওসি মজিবুর রহমানের উপস্থিতি সহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
এ ছাড়াও ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী কিসলু, বানিয়াজান ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ফটিক, বীরতারা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।