ধনবাড়ী সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিএসবি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার (১৩) কৌশলে বাড়ি থেকে পালিয়ে ইউএনও’র মাধ্যমে নিজের বিয়ে বন্ধ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শারমিন ধনবাড়ী উপজেলার বলদিআটা গ্রামের মো. তারা মিয়া ও বেলী বেগমের মেয়ে।
জানাগেছে, সোমবার(২৯ ফেব্রুয়ারি) দুপুরে হঠাৎ শারমিনকে জানানো হয়, সন্ধ্যায় তার বিয়ে। কার সাথে কোথায় তার বিয়ে কিছুই জানেনা শারমিন। হঠাৎ বিয়ের খবরে চিন্তিত হয়ে পড়ে সে। মনে মনে দ্বিতীয়বারের মতো বাবা-মায়ের এমন সর্বনাশা উদ্যোগ থেকে যে বাঁচতে ফন্দি আঁটে। দুপুর গড়িয়ে বিকাল হতেই কৌশলে বাড়ি থেকে পালিয়ে শারমিন তার নিজের বিয়ে বন্ধ করতে ইউএনও অফিসে গিয়ে লিখিত আবেদন করে সাহায্য চায়। আবেদনে শারমিন উল্লেখ করে, তার জন্ম ২০০৩ সালের ৩ ফেব্রুয়ারি। এতো কম বয়সে বিয়ে করতে সে ইচ্ছুক নয়। লেখাপড়া করে মানুষ হতে চায়। তবুও তাকে জোর করে বিয়ে দিতে চান বাবা-মা। অভিযোগে আরও জানায়, এরআগেও একবার জোর করে তাকে বাবা-মা বিয়ে দিতে চেয়েছিলেন। সে সময় স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিয়ে বন্ধ করতে সক্ষম হয়।
আবেদন পেয়ে শারমিনকে সঙ্গে নিয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি পুলিশসহ বিয়ে বাড়িতে পৌঁছান। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়িতে অবস্থান করা বরযাত্রী ও মেয়ের বাবা মো. তারা মিয়া পালিয়ে যান। পরে মেয়ের মা বেলী বেগমের কাছ থেকে মুচলেকা নিয়ে স্কুল ছাত্রী শারমিন আক্তারকে স্থানীয় নারী ইউপি সদস্য রেখা খাতুনের জিম্মায় দেওয়া হয়।
ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদ জানান, স্কুলছাত্রী শারমিনকে না জানিয়ে বাবা-মা বিয়ের আয়োজন করে ভুল করেছিলেন। আর লেখাপড়ায় প্রত্যয়ী শারমিন দ্বিতীয়বারের মতো নিজের বিয়ে বন্ধের দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন সাহসী উদ্যোগ সত্যিই বিরল।