ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী পৌরসভার নিউ মার্কেটের সামনে শনিবার(১৯ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় কবির মিয়া (৫০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত ও শামছুল হক (৩০) নামে এক চা-দোকানি গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদশীরা জানায়, বিনিময় পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২২০১) নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ইলেকট্রিক খুঁটি ও কৃষ্ণচূড়া গাছ ভেঙ্গে পাশের চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় ধনবাড়ী উত্তর মিয়া পাড়ার মৃত ননি মিয়ার ছেলে কবির মিয়া (৫০) ঘটনাস্থলেই বাসচাপায় নিহত এবং চা-দোকানি উপজেলার নিজবর্ণি গ্রামের খুরশেদ আলমের ছেলে শামছুল হক (৩০) গুরুতর আহত হয়।
স্থানীয়রা বাসটি আটক করলেও চালক (হেলপার) পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার ও বাসটি হেফাজতে নিয়েছে।