বুলবুল মল্লিকঃ
টাঙ্গাইল এলজিইডি’র তত্ত্বাবধানে জেলার নাগরপুর-মির্জাপুর ভায়া মানিকগঞ্জের মোকনা সড়কে ধলেশ্বরী নদীর উপর নির্মণাধীন ব্রিজের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
টাঙ্গাইল এলজিইডি সূত্রে জানাগেছে, জেলার নাগরপুর-মির্জাপুর ভায়া মানিকগঞ্জের মোকনা সড়কে ধলেশ্বরী নদীর উপর ৫২০.৬০ মি. দৈর্ঘ্যরে একটি ব্রিজ নির্মাণে যথাযথ প্রক্রিয়ায় ‘মেসার্স মীর আক্তার কন্সট্রাকশন লিমিটেড’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান’কে ৫৫ কোটি ৪৭ লাখ ১৫ হাজার ৮৬০ টাকা ব্যয় নির্ধারণ করে ২০১৪ সালের ১৬ অক্টোবরে কার্যাদেশ দেয়া হয়। কার্যাদেশ পাওয়ার পরই ঠিকাদারি প্রতিষ্ঠান ধলেশ্বরী নদীর উপর ব্রিজ নির্মাণের কাজ শুরু করে। দক্ষ নির্মাণ শ্রমিক ও তদারককারীদের তৎপরতায় যথাযথ মানের কাঁচামাল ব্যবহার করে এ পর্যন্ত ব্রিজের ৬০ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। কার্যাদেশে বেধে দেয়া চলতি সালের ১৫ জুন পর্যন্ত ২০ মাস সময়ের আগেই ব্রিজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া সম্ভব হবে বলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার আবু সাদাত সাঈম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান যথা সময়ে মান সম্পন্ন কাঁচামাল সরবরাহ ও নির্মাণ শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে বেধে দেয়া সময়সীমার আগেই ব্রিজটির নির্মাণ কাজ শেষ হচ্ছে। ইতোমধ্যেই পুরো কাজের ৬০-৬২ভাগ সম্পন্ন হয়েছে, দ্রুতই বাকি কাজ সম্পন্ন করা হবে।
টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজের প্রতি দায়িত্বশীল হওয়ায় কাজটি অতিদ্রুত শেষ হতে যাচ্ছে। ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলে দুইটি জেলা ও তিনটি উপজেলার লাখ লাখ মানুষ সহজ যোগাযোগের আওতায় আসবে। এতে, প্রায় অবহেলিত এলাকাগুলো উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে।