বুলবুল মল্লিকঃ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নতুন প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞান ও দক্ষতায় বিশ্বমানের হতে হবে। এ উদ্যোগটি স্কুল পর্যায় থেকে শুরু করতে হবে। রাষ্ট্রপতি বলেন, স্কুলগুলো জনগণের অর্থে পরিচালিত হয়। আমরা এখন একবিংশ শতাব্দীতে বাস করছি। বিশ্ব এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক ও চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যুগের ধ্যান-ধারণা ও শিক্ষাদান পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। তাই শিক্ষক ও শিক্ষার্থীদেরও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে হবে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের (মাধ্যমিক বিদ্যালয়) শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের সম্পদ সীমিত। সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমেই উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার প্রয়াস চালাতে হবে।
শিক্ষকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারখানা। আর আপনারা তার মহান কারিগর। আমার বিশ্বাস ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে আপনারা জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে সর্বাতœক প্রচেষ্টা চালিয়ে যাবেন।
তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে দেশ ও জনগণের কাছে আমরা প্রত্যেকেই দায়বদ্ধ। এখানে পড়ালেখা করে আমাদের সন্তানরা। তাই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সুনাম বজায় রাখার দায়িত্ব আমাদের সবার।
রাষ্ট্রপতি আরো বলেন, ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন শত বছরের পুরোনো শিক্ষা প্রতিষ্ঠান। শতাব্দীকাল ধরে এ প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষার দ্যুতি ছড়িয়ে যাচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, ২০২১ সালের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা শতকরা ১৫ ভাগে নামিয়ে এনে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করতে বর্তমান সরকার ‘রূপকল্প-২০২১’ ঘোষণা করেছে।
এরআগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার স্ত্রী রাশিদা খানম ও মেয়ে স্বর্ণা হামিদসহ ২৯ জন সঙ্গীদের বহনকারী হেলিকপ্টার ধনবাড়ী কলেজ মাঠে অস্থায়ীভাবে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করে।
এরপর সেখান থেকে গাড়িতে করে তাদের নবাব প্যালেসে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি নবাব প্যালেসে দুপুরের খাবার শেষে বিশ্রাম নেন। পরে দুপুর আড়াইটার পর নওয়াব ইনস্টিটিউশনের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষন দেন।
নওয়াব ইনস্টিটিউশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সংসদে অর্থ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এবং ইনস্টিটিউশনের সাবেক ছাত্র ড. আব্দুর রাজ্জাক এমপি, জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। সাবেক ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্ববধায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদ ও প্রধান শিক্ষক সাইদুল ইসলাম প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব আবুল কালাম আজাদ, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন, সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, চিকিৎসক মেজর জেনারেল এসএম মোতাহার হোসেন, রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়া, সহকারী সামরিক সচিব ব্রি. জেনারেল মাইনুর রহমান, প্রেস সচিব জয়নুল আবেদীন প্রমুখ।
এরআগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ধনবাড়ীর ঐতিহ্যবাহী নওয়াব ইনস্টিটিউশনের শতবর্ষ উৎসব শুরু হয়। র্যালিটি ধনবাড়ী পৌর শহর প্রদক্ষিণ করে। হাতি, টমটম গাড়ি, গরুর গাড়ি, পালকি, লাঠিয়াল, ব্যান্ড পার্টির শব্দে র্যালিটি মুহূর্তেই ধনবাড়ী শহরের চেহারা পাল্টে দেয়।
টমটম গাড়িতে বসে শত বর্ষপূর্তি উৎসবের সমন্বয়ক ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ র্যালির নেতৃত্ব দেন। র্যালিতে ইনস্টিটিউশনের সাবেক ও বর্তমান কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।
নওয়াব ইনস্টিটিউশনের শতবর্ষ উৎসবে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের আগমনে তাকে স্বাগত জানাতে ধনবাড়ী পৌর শহরের রাস্তায় রাস্তায় তোরণ নির্মাণ করা হয়। এছাড়া নানা রকম পোস্টার,ব্যানার, ফেস্টুন ও অভিনন্দন গেট ও আলোকসজ্জায় সাজানো হয়।