গণবিপ্লব রিপোর্টঃ
প্রথম দফায় আগামী ২২ মার্চ থেকে দেশে ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন শুরু হচ্ছে। এদিন প্রথম ধাপে ৭৫২ টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর মধ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এসব ইউনিয়ন গুলো হচ্ছে ভারড়া, সহবতপুর, গয়হাটা, নাগরপুর, সলিমাবাদ, ধুবড়িয়া, ভাদ্রা, দপ্তিয়র, মামুদনগর, মোকনা, বেকড়া(আটগ্রাম) ও পাকুটিয়া ইউনিয়ন পরিষদ। এসব ইউনিয়নে সর্বশেষ ভোট গ্রহন হয়েছিল ২০১১ সালের ৩১ মে।
গত ১১ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিশনের সভায় নির্বাচনী তফসিল অনুমোদন করা হয়। সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তারা বিস্তারিত তফশিল ঘোষনা করেন। তফসিল অনুযায়ী ২২ মার্চ অনুষ্ঠিতব্য প্রথম ধাপের নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩ মার্চ। এ ছাড়াও প্রার্থীদের আপীল দাখিলের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫-২৭ ফেব্রুয়ারি। আপীল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথমবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে নির্বাচনে শুধু নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। রাজনৈতিক দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী এবং তাদের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে। যাতে উল্লেখ থাকবে যে, প্রার্থীকে উক্ত দল হতে মনোনয়ন দেয়া হয়েছে। স্বতন্ত্রভাবে চেয়ারম্যান পদে নির্বাচনে আগ্রহী প্রার্থীদের শুধু মনোনয়নপত্র দাখিল করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, কোন রাজনৈতিক দল কোন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করতে পারবে না। রাজনৈতিক দল কর্তৃক একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করা হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে উক্ত দলের সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট রাজনৈতিক দল তার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি, নমুনা স্বাক্ষরসহ একটি পত্র তফসিল ঘোষণার ০৭ (সাত) দিনের মধ্যে রিটার্নিং অফিসারের কাছ দাখিল করবে এবং উক্ত পত্রের একটি অনুলিপি নির্বাচন কমিশনে প্রেরণ করতে হবে।
এ ছাড়াও ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ম্যাজিস্ট্র্রেট নিয়োগ করার কথা বলা হয়েছে। এ লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকল রাজনৈতিক দল, প্রার্থী, কর্মী-সমর্থকসহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
নির্বাচন কর্মকর্তারা জানান, সংশোধিত নির্বাচন বিধিমালা ও আচরণবিধি বুধবার(১০ ফেব্রুয়ারি) গেজেট আকারে জারি করা হয়েছে। এবার মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা ও টিআইএন নম্বর দেয়ার বাধ্যবাধকতা রাখা হয়নি। তবে বিধি অনুযায়ী প্রার্থীদের নির্ধারিত জামানত দিতে হবে। এ ছাড়াও আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের পরই প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা।