নাগরপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে মালামাল সহ ২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। শনিবার(২৫ ডিসেম্বর) সকালে উপজেলার সদর বাজারে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাগরপুর সদর বাজারের থানা মোড় নামক স্থানে মো. আলমগীর হোসেনের তুলার দোকানে শনিবার(২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে পাশের সত্য ডাই-ক্লিনার্সে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়। কিছুক্ষণের মধ্যে ওই দুই দোকানের যাবতীয় মালপত্র ভস্মিভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত তুলার দোকানি আলমগীর হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডের খবর শুনে টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছলেও ততক্ষণে দোকানসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।