নাগরপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে সিএনজি চালিত অটো রিকসা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক নিহত হয়েছে। আহত হয়েছে অটো রিকসা চালকসহ ২জন। নিহত ব্যক্তির নাম মো. বাবুল মিয়া (৩৮)। সে উপজেলা সদরের নাগরপুর গ্রামের অবসর প্রাপ্ত সৈনিক আব্দুল বাহেজের ছেলে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে সিএনজি চালিত অটো রিকসা চালক ও জাতীয় শ্রমিক লীগ নাগরপুর শাখার সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া (৩৫) ও মোটরসাইকেলে থাকা আরেক ব্যাক্তি মো. মানিক মিয়া (৩৬)। এদের মধ্যে মানিক মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। রোববার (৯ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের উপেন্দ্র সরোবরের (দিঘী) সামনে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সিএনজি চালিত অটো রিকসা নিয়ে ভাদ্রা যাওয়ার উদ্যেশ্যে চালক বাদশা মিয়া নাগরপুর সিএনজি স্ট্যান্ড থেকে রওনা দেয়। অটো রিকসাটি টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের উপেন্দ্র সরোবরের দক্ষিণে বাকে পৌছলে বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এসময় মোটরসাইকেল চালক বাবুল মিয়া ও অপর আরোহী মানিক মিয় ছিটকে রাস্তার উপর পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়ীত্বরত চিকিৎসক বাবুল মিয়াকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুর রহমান জানান, হাসপাতালে আনার পূর্বেই বাবুল মিয়ার মৃত্যু হয়েছে। তার হার্টে প্রচন্ড চাপ ও প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।