নাগরপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মাঝে বৃহস্পতিবার(৩ মার্চ) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সকাল থেকে প্রার্থীরা কর্মী-সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। রির্টানিং কর্মকর্তা দলীয় চেয়ারম্যান প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন। এছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের হাতে তাদের জন্য বরাদ্দকৃত প্রতীক তুলে দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন জানান, প্রথম ধাপের নির্বাচনে নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪, সদস্য পদে ৪৮৪ ও সংরক্ষিত মহিলা পদে ১৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, প্রথম ধাপে আগামী ২২ মার্চ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এদিকে, প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে গ্রামীণ জনপদে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রথমবারের মতো দলীয় প্রতীক থাকায় ভোটের উৎসবে ভিন্নতা এসেছে।