নাগরপুর সংবাদদাতাঃ
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে তিন দফা দাবি আদায়ের লক্ষে রোববার(২৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের নাগরপুরে ইউপি সচিবরা দিনব্যাপি কর্মবিরতি পালন করেছে। দাপ্তরিক কাজ বাদ রেখে উপজেলা চত্বরের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করছে।
ইউনিয়ন পরিষদ সচিবদের পদবি পরিবর্তন এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত, বেতন, বোনাস, আনুতোষিক, ল্যামগ্রান্ট, শ্রান্তি-বিনোদন ভাতাসহ সরকারি কোষাগার থেকে শতভাগ অর্থ প্রদান, পারিবারিক পেনশন সুবিধা প্রদানের তিন দফা দাবি নিয়ে উপজেলার ইউপি সচিবরা উপজেলা চত্বরে সমাবেত হয়ে কর্মবিরতি পালন করে।
কর্মবিরতি পালনকালে নাগরপুর সদর ইউপি সচিব আইয়ুব আলী সহবতপুর মো. হাবিবুর রহমান, ধুবড়িয়া মো. জহিরুল ইসলাম, গয়হাটা মাহাবুবুর রহমান সুজন, মামুদনগর জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।