নাগরপুর প্রতিনিধিঃ
“মাছ চাষে গড়বো দেশ বদলে দেব বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উপলক্ষে মঙ্গলবার (১৮ জুলাই) সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। নাগরপুর উপজেলার অতিরিক্ত দায়ীত্ব প্রাপ্ত সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ এমদাদুল হক এ সংবাদ সম্মেলণের আয়োজন করেন।
মাছে ফরমালিনের অপব্যবহার রোধ এবং জলাশয় সংরক্ষণে সচেতনা সৃষ্টির লক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা মৎস অফিসারের এ সংবাদ সম্মেলণের আয়োজন করা হয়। এসময় উপজেলার অতিরিক্ত দায়ীত্ব প্রাপ্ত সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ এমদাদুল হক, উপজেলা মৎস্য অফিসের সম্প্রসারন কর্মকর্তা ফারুক আহাম্মেদ, সাংবাদিক আক্তরুজ্জামান বকুল, তোফায়েল আহমেদ, মো. শহীদুল ইসলামসহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।