নাগরপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে পাকুটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামে সনাতন ধম্বাবলম্বীদের কালীমন্দিরে ভাংচুর চালিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার(১৯ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানাগেছে, এরআগে গত বৃহস্পতিবার(১৭ মার্চ) রাতে একই ইউনিয়নের সেওয়াইল গ্রামে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে গভীর রাতে আগুন দেয় দর্বৃত্তরা। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার কালীমন্দিরে আগুনের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রোববার(২০ মার্চ) সকালে আওয়ামীলীগ প্রার্থী আজাহারুল ইসলাম, বিএনপি প্রার্থী ছিদ্দিকুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আওয়াল নান্নু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে নাগরপুর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।