ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নের মীর কুটিয়া গ্রামে মঙ্গলবার(২৪ মে) বিকালে ধলেশ্বরী নদীতে দাদি-নাতনির সলিল সমাধি হয়েছে। নিহতরা হচ্ছেন, মীরকুটিয়া গ্রামের চান মিয়ার স্ত্রী সখিনা বেগম ওরফে কদভানু (৭০) ও তার ছেলে হান্নান শিকদারের মেয়ে তামিম আক্তার (৪)। তারা দুজন সম্পর্কে দাদি-নাতনি।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার(২৪ মে) দুপুরের পর পর সখিনা বেগম ওরফে কদভানু তার নাতনি তামিমকে নিয়ে বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। এ সময় নাতনি তামিম হঠাৎ পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে সখিনা বেগম ওরফে কদভানুও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা নদীর ভাটি এলাকা থেকে তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই পরিবারের দুই জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।