
নাগরপুর ৯ ডিসেম্বর : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার সমাপনী(৮ ডিসেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাগরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মাসরুরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার মো. নূরে এলাহী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ন্ডমায়ুন কবীর, নারী ভাইস চেয়ারম্যান, ছামীনা বেগম শিপ্রা, নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি, খেলোয়ার, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দাবা প্রতিযোগিতা পরিচালনা করেন, প্রশিক্ষক বিপ্লব, রাসেল ও আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে বালক ও বালিকাদের(ছোট-বড়) চারটি গ্রুপে ভাগ করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।