নাগরপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মেঘনা বাজারে পূর্ব শত্রুতার জের ধরে সাবেক দুই ইউপি মেম্বারের সমর্থকদের মধ্যে মঙ্গলবার(১২ জুলাই) দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অন্ততঃ ১৫ জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়েছে, তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাগরপুর উপজেলার মেঘনা গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আফজাল হোসেনের সাথে ওই গ্রামের অপর সাবেক সদস্য আরজু মিয়ার অভ্যন্তরীণ দ্বন্দ্ব দীর্ঘদিনের। মঙ্গলবার(১২ জুলাই) বিকালে মেঘনা বাজারে আরজুর দোকানের সামনে আফজালের ছেলে রুবেল মিয়া গেলে আরজুর লোকজন তাকে মারপিট করে। এ খবর ছড়িয়ে পড়লে আফজাল মেম্বারের বিক্ষুব্ধ লোকজন পাল্টা হামলা চালায়। এসময় দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ১৫ জন গুরুতর আহত হয়। আহতরা হচ্ছেন, মো. শহিদুল ইসলাম, আমিনুর রহমান, সুজন ভুইয়া, মো. এখলাস, রেজাউল করিম, হাবিবুর রহমান, আফজাল হোসেন, সিদ্দিক হোসেন, রুবেল মিয়া, রুমন, ভেন্দু বেপারি, সুমন ও অজিফা বেগম। এদের মধ্যে সিদ্দিক মিয়া, রুবেল, রুমন, সুমন, শহিদুল, আমিনুর ও সুজন ভুইয়ার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানায়। তাদেরকে প্রথমে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, দুই পক্ষেই বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে।