নাগরপুর সংবাদদাতাঃ
‘অধিকার, মর্যাদায়, নারী-পুরুষ সমানে সমান’ এ প্রতিপাদ্যে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার(৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও আলমগীর হুছাইন, ভাইস চেয়ারম্যান (মহিলা) জিয়াছমিন আক্তার জোৎস্না, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সুজায়েত হোসেন, বিআরডিবি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।