নাগরপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া বাজার শাখার গ্রাহক মরহুম সাইফুল ইসলামের মৃত্যু দাবির চেক বুধবার(১৭ ফেব্রুয়ারি) হস্তান্তর করা হয়েছে।
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত মৃত্যুদাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে মৃত ব্যক্তির পক্ষে চেক গ্রহন করে তার ভাই শাহ্ আলম (নমীনি)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পপুলার লাইফ ইনসিওরেন্স কো. লি.-এর আল আমিন বীমা প্রকল্প পরিচালক অধ্যাপক মো. এনামুল হক আকন্দ, টাঙ্গাইল সার্ভিস সেল ইনসার্জ মো. শাহাদত হোসেন, পাকুটিয়া বিসিআরজি ডিগ্রি কলেজের সাবেক ভিপি আব্দুস সালাম খান।