
নাগরপুর ২৬ ফেব্রুয়ারি : টাঙ্গাইলের নাগরপুরে ৩ দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীরা।
পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করে উপজেলা পরিষদ চত্বরে ।
বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তারা এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবে।
কর্মবিরতি চলাকালে বক্তব্য প্রদান করেন নাগরপুর ইউএনও অফিসের গোপনীয় সহকারি (সিএ) মো. মনিরুজ্জামান, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারি প্রদীপ কুমার সূত্রধর প্রমুখ।
তাদের দাবি, সচিবালয়ের ন্যায় পদ-পদবি। এদিকে উপজেলার গুরুত্বপূর্ণ দুই অফিসের কর্মচারীরা কর্মবিরতি শুরু করায় সেবাপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।