নাগরপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মন্টুর নেতৃত্বে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী শনিবার(৬ ফেব্রুয়ারি) আওয়ামী লীগে যোগদান করেছেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত যোগদান অনুষ্ঠানে সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেনের হাতে ফুলের তোড়া দিয়ে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম মন্টু নেতাকর্মীসহ যোগদান করেন। এ সময় উপজেলার জয়ভোগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনও বিএনপির শতাধিক কর্মী-সমর্থক সহ আওয়ামী লীগে যোগদান করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেন এমপি। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম রঙ্গু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, এমপি পত্নী বেগম মমতাজ খন্দকার, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাবর আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুর রহমান ফরিদ প্রমুখ।