নাগরপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে পৃথক অভিযানে মাদক সম্রাট দুই সহোদরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, উপজেলার সলিমাবাদ ইউনিয়নের চরাঞ্চল পাইকশা গ্রামের সুলতান মোল্লার ছেলে দুই সহোদর মো. শহিদুল মোল্লা (৪৮), হাবিবুর রহমান মোল্লা (৩৮) ও মীরনগর গ্রামের ছলিমউদ্দিনের ছেলে জুলফিকার ((৩৪)। মঙ্গলবার (১৩ জুন) রাতে পাইকশা ঈদগাঁ মাঠ ও উপজেলা সদর ঘিওরকোল মোড় থেকে নাগরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানায়, পাইকশা গ্রামের দুই সহোদর মো. শহিদুল মোল্লা ও হাবিবুর রহমান মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার পুলিশের একটি দল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুই সহোদরকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাসি করে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে। অপর দিকে ঘিওরকোল মোড়ে অভিযান চালিয়ে ৯০ গ্রাম গাঁজাসহ আরেক মাদক ব্যবসায়ী জুলফিকারকে আটক করে। বুধবার (১৪ জুন) সকালে তাদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।