নাগরপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের নাগরপুুর উপজেলায় মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার তেবাড়িয়া বাজারে।
এলাকাবাসীর সূত্রে জানাযায়, উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের শাহিদের মোটরসাইকেল চুরির ঘটনায় একই গ্রামের নাজিমের ছেলে শফিকুল ইসলাম (৩২) কে রবিবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তেবাড়িয়া বাজারে এলাকার জনতা গণধোলাই দিয়ে নাগরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। পরে থানা পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে শফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, মোটরসাইকেলটি উদ্ধারসহ শফিকুলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।